অডিও ভাইরাল: কাটাখালীর মেয়র আব্বাসের বিরুদ্ধে ৩ মামলা
রাজশাহী প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2021 12:41 AM BdST Updated: 24 Nov 2021 12:54 AM BdST
ভাইরাল হওয়া এক অডিওর সূত্র ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

আব্বাস আলী
মঙ্গলবার রাতে রাজশাহীর নগরের রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এই তিনটি মামলা করা হয়।
বোয়ালিয়া থানায় মামলা করেছেন রাজশাহী নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।
চন্দ্রিমা থানায় মামলা করেছেন নগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমান।
রাজপাড়া থানায় মামলা করেছেন ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন।
তিন থানার ওসিই এজাহার গ্রহণের কথা জানিয়েছেন।
রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তিসহ বঙ্গবন্ধুর ‘মুর্যাল নির্মাণ প্রতিহতের ঘোষণার’ অভিযোগের ডিজিটাল নিরাপত্তা আইনের একটি এজাহার পেয়েছি। সেটি মামলা হিসেবে রেকর্ডের প্রক্রিয়া চলছে।”
বঙ্গবন্ধুকে নিয়ে মন্তব্যের জেরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর এখন তেমনই এক ঘটনায় রাজশাহীতে আলোচনার কেন্দ্রে কাটাখালীর পৌর মেয়র আব্বাস।
অডিও ভাইরাল: কাটাখালীর মেয়রকে অপসারণের দাবিতে কর্মসূচি
নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত আব্বাসের একটি একটি অডিওটেপ ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে তাকে রাজশাহী সিটি গেইটে বঙ্গবন্ধুর ম্যুরাল বসানোর ‘বিরোধিতা করে’ কথা বলতে শোনা গেছে।
কাটাকালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস দাবি করছেন, ওই অডিও ‘এডিট করা’।
তবে আব্বাসকে অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ।
-
ঝালকাঠীর শুভ হত্যায় ৩ ভাইসহ চারজনের যাবজ্জীবন
-
সাভারে পিটুনিতে নিহত ‘ছিনতাইকারী খেলনা বিক্রেতা’
-
বগুড়ায় ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
-
মাজারের পুকুরে অতি আদরে কুমিরের গায়ে চর্বি, বংশরক্ষা নিয়ে সংশয়
-
বন্যা: সিলেট নগরে বিদুৎহীন ৫০ হাজার পরিবার
-
শরীয়তপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
-
পিরোজপুরের সড়কে কলেজছাত্র নিহত, বাসে আগুন
-
রাঙামাটি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে রনি-নিউটন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- ‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’