বঙ্গবন্ধুকে কটূক্তি: গাজীপুরের মেয়রের বিরুদ্ধে মামলা রাজবাড়ীতে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে রাজবাড়ীর আদালতে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2021, 06:06 PM
Updated : 23 Nov 2021, 06:06 PM

মঙ্গলবার রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে ‘মানবিক বাংলাদেশ সোসাইটির’ রাজবাড়ী পৌর শাখা সভাপতি শশী আক্তর এ মামলা দায়ের করেন।

শশী আক্তাররে আইনজীবী মেহেদী হাসান রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় শশী আক্তার বাদী হয়ে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে আসামি করে মামলা করেছেন।

দণ্ডবিধির ৫০৪, ৫০৫ ও ৫০৫(ক) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মেহেদী হাসান জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সুমন হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বছরের সেপ্টেম্বরে মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় গত শুক্রবার [১৯ নভেম্বর] জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলীয় সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।