বান্দরবানে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা
বান্দরবান প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2021 11:21 PM BdST Updated: 23 Nov 2021 11:21 PM BdST
-
গুলিবিদ্ধ ক্রাথুইচিং মারমাকে বান্দরবান সদর হাপপাতালে ভর্তি করা হয়েছে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি চালিয়ে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। হামলায় এক নারী আহতও হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এ হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত উথোয়াইনু মারমা (৪০) তালুকদার পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজিরাং মারমার ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সদস্য ছিলেন।
গুলিতে আহত হয়েছেন একই পাড়ার বাসিন্দা ক্রাথুইচিং মারমা (৩২)। তাকে বান্দরবান সদর হাসপতালে পাঠানো হয়েছে।
তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা জানান, স্থানীয়রা ফোন করে জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি ঘরে ভাত খাওয়ার সময় একদল সশস্ত্র লোক গুলি করে পালিয়ে যায়। উথোয়াইনু মারমা ঘটনাস্থলে নিহত হন।
গুলিবিদ্ধ নারী ক্রাথুইচিং মারমার ভাই এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য চাইহ্লাউ মারমা বলেন, পাড়াবাসীরা রাতের ভাত খেয়ে সবসময় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। নিহত উথোয়াইনু মারমার ঘরে সন্ত্রাসীরা গুলি করার সময় পাশের ঘরে আমার বোনের উরুতে গুলি লাগে।
রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর পাড়াবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তালুকদার পাড়ার কারবারি মংপু মারমা।
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
স্কুলে পাঠদান: আশুলিয়ার সেই কলেজের অধ্যক্ষকে শোকজ
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
-
মোটরসাইকেল চালুর দাবিতে পদ্মা সেতুর টোল প্লাজায় মানববন্ধন
-
যশোরের সীমান্তে ১৮ কেজি রুপার অলংকার আটক
-
পঞ্চগড়ে চাহিদার দেড় গুণ পশু, বিক্রি নিয়ে শঙ্কা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া