নরসিংদী বিএনপি কার্যালয়ে ‘শতাধিক নেতাকর্মী অবরুদ্ধ’

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনসহ শতাধিক নেতাকর্মীকে ‘অবরুদ্ধ’ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2021, 06:11 PM
Updated : 22 Nov 2021, 06:11 PM

তবে পুলিশ বলছে, তাদের নিরাপত্তার জন্য পুলিশ অবস্থান নিয়েছে।

সোমবার বিকাল ৪টা থেকে বিএনপি কার্যালয় ‘অবরুদ্ধ’ বলে দলের নেতাদের অভিযোগ।  

বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবির খোকন বলেন, বিকালে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করতে দেওয়ার দাবিতে সমাবেশ ছিল।

“বিকাল ৪টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের ভিতরে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের উদ্দেশ্য করে পুলিশ জেলা বিএনপির কার্যালয়ের আশেপাশে ঘেরাও করে রাখে। বের হলেই আটক করা হচ্ছে।”

বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ বলেন, বিএনপি কার্যালয় ‘ঘেরাও করে রাখা’ কিংবা ‘গ্রেপ্তারের’ কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে নিরাপত্তা দিতে পুলিশ অবস্থান নিয়েছে।