নরসিংদীর নবনির্বাচিত চেয়ারম্যান আটক ঢাকায়, অস্ত্র উদ্ধার

নরসিংদীর নবনির্বাচিত এক ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার হয়েছেন; যার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়ছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2021, 12:08 PM
Updated : 22 Nov 2021, 12:08 PM

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ শাহরিয়ার সোমবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। 

গ্রেপ্তার রাতুল হাসান জাকির গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জায়েদ শাহরিয়ার বলেন, গোপন সংবাদ পেয়ে রোববার গভীর রাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ফয়সাল আহমেদ নামে তার এক সঙ্গীকেও পুলিশ আটক করে।

“তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান, চার রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।”

গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে বাঁশগাড়ী ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন জাকির।  

নৌকা প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আশরাফুল হক সরকার।

এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন ভোর বেলায় দুই পক্ষের সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং অন্তত ৩০ জন আহত হয়।

এ ব্যাপারে রায়পুরা থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।