নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২০

নাটোরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দলটির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2021, 08:08 AM
Updated : 22 Nov 2021, 08:24 AM

শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ বাধে।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা বিএনপি আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে ‘পুলিশ বাধা দিলে’ ঘটনার সূত্রপাত হয় বলে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রহিম নেওয়াজের দাবি।

আর পুলিশ বলছে, নিরাপত্তার দায়িত্ব পালনকালে তাদের ওপর ‘অতর্কিতে’ হামলা চালায় বিএনপি কর্মীরা।

রহিম নেওয়াজ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সকাল ১০টা থেকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করলে পুলিশ বাধা দেয়।

“শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দেওয়ায় আমরা প্রতিবাদ জানালে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে টিয়ারশেল ছোড়ে। আমাদের ১৫ নেতাকর্মী আহত হয়।”

পুলিশকে জানিয়েই এই বিক্ষোভ কর্মসূচি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জেলা বিএনপির এ নেতার দাবি।

আহতদের মধ্যে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবিও রয়েছেন।

জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, “তারা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মত ইটপাটকেল ছোঁড়ে । এতে সদর থানার ওসিসহ দুইজন আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ইটপাটকেল থেকে আত্মরক্ষার জন্য পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে দাবি করেন এ পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান এবং মামলা দায়েরের  প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে যুগান্তরের নাটোর প্রতিনিধি শহিদুল হক সরকারের মাথা ফেটে যায়। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় বেশ কিছু সেলাই দিতে হয়েছে।

এছাড়া টিয়ারসেলের ধোঁয়ায় প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন,বাংলা ভিশনের কামরুল ইসলাম ও বাংলাদেশ প্রতিদিনের নাসিম উদ্দিন আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।