এসএসসি পরীক্ষার্থী ঢলে পড়লেন কেন্দ্রে, পরে মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2021, 12:57 PM
Updated : 21 Nov 2021, 01:53 PM

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলমাকান্দা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

প্রপারলি হাগিদক (১৭) নামের এই পরীক্ষার্থী কলমাকান্দার মধুকুড়া গ্রামের সন্তোষ ম্রংয়ের মেয়ে এবং কলমাকান্দার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব কিউলিপ ম্রং জানান, রোববার এসএসসির ভূগোল পরীক্ষা দিতে সকাল ১০টার দিকে কেন্দ্রে এসেই প্রপারলি হাগিদক মাথা ঘুরিয়ে মেঝেতে পড়ে যান।

“ওই সময় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি চিকিৎসক দল কেন্দ্রে এসে তাকে চিকিৎসা দেয়।

“এরপর কিছুটা সুস্থ বোধ করায় পরীক্ষায় অংশ নেন। কিন্তু পরীক্ষার প্রায় শেষ দিকে আবার তিনি বসা অবস্থা থেকে হঠাৎ ঢলে পড়ে যান।”

তখন দ্রুত কলামাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রক্তশূন্যতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে চিকিৎসকরা প্রাথমিক ধারণা করছেন, বলেন কেন্দ্র সচিব কিউলিপ ম্রং।