অস্ত্রের মুখে মাদরাসা ছাত্রীকে ‘অপহরণের চেষ্টা’, আটক ৫

লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে ৫ অপহরণকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2021, 08:03 AM
Updated : 21 Nov 2021, 09:48 AM

সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসের দিঘির পাড় থেকে শনিবার রাত ৯টার দিকে দাসের দিঘিরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হক জানান।

আটকরা হল- জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউয়িনের বসুদুহিতা গ্রামের মো. আলীর ছেলে মো. রাসেল (২২), দেওপাড়া গ্রামের সামছুল হুদার ছেলে রবিউল আলম (১৯), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে মো. আরিফ (২৪), মো. হায়দারের ছেলে মো. শাওন (২০) ও শহীদুল ইসলামের ছেলে মোরশেদ আলম (২৪)।

চরশাহী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) ইব্রাহিম হোসেন বাবলু বলেন, “তিনটি সিএনজি অটোরিকশায় করে প্রায় ১৫ জন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।

“এ সময় ধাওয়া করে দাসের দিঘিরপাড় এলাকা থেকে স্থানীয়রা অটোরিকশাটি আটক এবং মেয়েটিকে উদ্ধার করে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ৫ অপহরণকারীকে আটক করে “

আটকদের কাছ থেকে একটি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলে চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান।