বরগুনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৬

বরগুনায় বিএনপির গণঅনশনে দলটির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় যুবদল ও ছাত্রদলের ছয়জনকে আটক করেছে পুলিশ।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2021, 08:55 AM
Updated : 20 Nov 2021, 08:55 AM

শনিবার দুপুরে জেলা বিএপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষ বাধে।

আটকরা হলেন- বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহবায়ক ওয়াসিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব ও পাথরঘাটা পৌর যুবদলের আহবায়ক মোখলেছুর রহমান সোহাগ।

বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার শান্তিপূর্ণভাবে গণঅনশন কর্মসূচি পালন করছিল জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ গণঅনশনে লাঠিচার্জ করে পুলিশ। এতে তাদের ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে বরগুনা থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, অনশনকারীরা ‍পুলিশের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়।