চালকের আসনের নিচে ১ লাখ ৬৭ হাজার ইয়াবা

কক্সবাজারের উখিয়ায় একটি অটোরিকশা থেকে দেড়লাখেরও বেশি ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2021, 07:50 PM
Updated : 19 Nov 2021, 07:50 PM

র‌্যাব-৭ চট্টগ্রাম ব্যাটালিয়ানের সহকারী পরিচালক (গণমাধ্যম) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, শুক্রবার বিকালে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের পালংখালী ইউনিয়নের বালুখালী স্টেশনে এ অভিযান চালানো হয়।

আটক আলী হোসেন (২৮) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জুমেরছড়ার প্রয়াত শফি উল্লাহর ছেলে।

নিয়াজ মোহাম্মদ চপল বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার থাইংখালী স্টেশন থেকে কক্সবাজারমুখী একটি যানবাহনে ইয়াবার বড় একটি চালান আসার খবরে র‌্যাবের একটি দল বালুখালী স্টেশনে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এক পর্যায়ে সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশাকে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। এ সময় গাড়ি থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।

“র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ওই ব্যক্তিকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে গাড়ির চালকের আসনের নিচে বিশেষ কৌশলে বস্তার ভিতর লুকিয়ে রাখা ১ লাখ ৬৭ হাজার ৪৫০টি ইয়াবা পাওয়া যায়।”

ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ চপল।