বরগুনায় টাকা ছাপানোর মেশিন উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা থেকে জাল টাকা ও টাকা ছাপানোর মেশিনসহ মা ও ছেলে গ্রেপ্তার হয়েছেন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2021, 04:27 PM
Updated : 19 Nov 2021, 06:26 PM

শুক্রবার বামনার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান।

আটকরা হলেন মামুন (২৩) ও তার মা মিনারা বেগম (৩৮)। 

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানিয়েছেন, বেলা ১১টার দিকে বামনার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামের একটি দোকানে চা-বিস্কুট খেয়ে এক হাজার টাকার একটি ‘জাল’ নোট দেন মামুন। “দোকানদার তাকে আটকিয়ে রেখে বামনা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মামুনকে জিজ্ঞাসাবাদ করলে তার মামার বাড়িতে জাল টাকার মেশিন থাকার কথা স্বীকার করেন।”

ওসি আরও বলেন, বামনা ও পাথরঘাটা পুলিশ বেলা সাড়ে ১২টার দিকে মামুনকে নিয়ে তার মামা পাথরঘাটা উপজেলার চর লাঠিমারা গ্রামে আবদুল খালেক খলিফার বাড়ি যায়।

“সেখান থেকে টাকা ছাপানোর মেশিন ও আরও দুই হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। ওই বাড়ি থেকে মামুনের মা মিনারাকে গ্রেপ্তার করা হয়।”

তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান ওসি বাশার।