টাকা আত্মসাতের অভিযোগে লক্ষ্মীপুরের এক মাদ্রাসা সুপার কারাগারে

লক্ষ্মীপুরে জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে মামলায় এক মাদ্রাসার তত্ত্বাবধায়ককে কারাগারে পাঠিয়েছে আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2021, 08:24 AM
Updated : 19 Nov 2021, 08:57 AM

চন্দ্রগঞ্জ আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জুয়েল দেব বৃহস্পতিবার সদর উপজেলার চন্দ্রগঞ্জ বায়তুল আকসা মহিলা দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক রফিক উল্লাহকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

মাদ্রাসার সহকারী সুপার মো. মনিরুল ইসলাম জানান, মাদ্রাসার ১৫ শতক জমি তত্ত্বাবধায়ক রফিক উল্লাহ বিক্রি করে টাকা আত্মাসৎ করার পর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আব্দুজ্জাহের ভূঁইয়া আদালতে মামলা করেন। তদন্ত করে পুলিশ গত ১ অগাস্ট প্রতিবেদন দেয়।

তত্ত্বাবধায়ক রফিক উল্লাহ সেই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর দেয় বলে জানান বাদীর আইনজীবী মো. জহিরুল আলম।