সৈয়দপুরে দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি সরিয়েছে সেনাবাহিনী 

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় ‍দুর্ঘটনায় পড়া নভোএয়ারের উড়োজাহাজটি সরিয়েছে সেনাবাহিনী।

জ্যেষ্ঠ প্রতিবেদকও নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2021, 03:40 PM
Updated : 18 Nov 2021, 03:40 PM

বুধবার রাতে দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দেশের উত্তরাঞ্চলের ওই বিমানবন্দরে উড়োজাহাজে ওঠা-নামা স্বাভাবিক বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পর সিভিল এভিয়েশনের অনুরোধে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সদস্যরা এসে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়।”

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর রংপুর এরিয়ার ভারপ্রাপ্ত জিওসি এবং ১৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান রাতেই বিমানবন্দরে উপস্থিত হন। তার প্রত্যক্ষ নির্দেশনায় ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের সহায়তায় রাত ২টার দিকে উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে উদ্ধার কাজ শেষ হয়।

উড়োজাহাজটি এখনও বিমানবন্দরেই রয়েছে জানিয়ে সুপ্লব ঘোষ বলেন, এটি মেরামতের চেষ্টা করছে নভোএয়ার কর্তৃপক্ষ।

ঢাকা থেকে ৬৯ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে বুধবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নভোএয়ারের উড়োজাহাজটির সামনের চাকা ফেটে যায়। তবে পাইলট তানভীর ইসলামের দক্ষতায় রানওয়ের মাঝখানে উড়োজাহাজটি থামানো সম্ভব হয়। ফলে রক্ষা পান যাত্রীরা।