দৃষ্টিনন্দন সড়কবাতিতে সেজেছে রাজশাহী নগর

রাজশাহী নগরীর আলিফ লাম মীম ভাটার মোড় থেকে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর রেলক্রসিং হয়ে চৌদ্দপায়া পর্যন্ত নবনির্মিত চারলেন সড়কে স্থাপন করা হচ্ছে দৃষ্টিনন্দন সড়কবাতি।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2021, 03:01 PM
Updated : 18 Nov 2021, 03:12 PM

৬ দশমিক ৭৯৩ কিলোমিটারের এই সড়কে বসবে ২৮৫টি খুঁটি; এর মধ্যে ২৪০ খুঁটিতে দুটি করে মোট ৪৮০টি এবং অপর ৪০ খুঁটিতে একটি করে ৪০টি সড়কবাতি বসানো হবে বলে রাজশাহী সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট জানান।