স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

রংপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লাখ টাকা জরিমানাও দিতে হবে দণ্ডিতকে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2021, 11:53 AM
Updated : 18 Nov 2021, 11:53 AM

বৃহস্পতিবার রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মনোয়ারুল ইসলাম মিঠু (৪০) জেলার মিটাপুকুর উপজেলার  শ্যামপুর পুটিমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন জানান।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালে ৩০ জুন বদরগঞ্জ উপজেলার শ্যামপুর হাইস্কুলে সহকারী শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু নবম শ্রেণির ফরম পূরণের জন্য ওই ছাত্রীকে সকল ৮টার সময় স্কুলে ডাকেন।

“মেয়েটি ওই সময়ে স্কুলে গেরে স্কুল ফাঁকা থাকার সুযোগে ওই শিক্ষক ক্লাশ তাকে ধর্ষণ করেন।”

ওই ঘটনায় মেয়েটি বাদী হয়ে ৭ জুলাই বদরগঞ্জ থানায় মনোয়ারুল ইসলাম মিঠুকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় পুলিশ মিঠুকে গ্রেপ্তার করে।

পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, আসামির উপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লাখ টাকা দেওয়ার আদেশও দেওয়া হয় দণ্ডিতকে।