ডোবায় মাছ ধরতে গিয়ে পেলেন ‘৬৬ লাখ টাকা’

লালমনিরহাটে ডোবায় ‘মাছ ধরতে গিয়ে পানির নিচে ৬৬ লাখ টাকার’ খোঁজ পেয়েছেন এক ব্যক্তি, যা পরে পুলিশ উদ্ধার করেছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2021, 04:11 AM
Updated : 18 Nov 2021, 04:34 AM

সদর থানার ওসি শাহা আলম জানান, বুধবার রাত ১০টার দিকে জেলা শহরের জেলখানা রোডের খোর্দ সাপটানা এলাকার একটি ডোবা থেকে টাকাগুলো উদ্ধার করেন তারা।

স্থানীয়রা জানান, ডোবায় মাছ ধরার জন্য গিয়েছিলেন স্থানীয় এক ব্যাক্তি। মাছ ধরার টেপরাই বসিয়ে কাদা চাপিয়ে ভর দিতে গিয়ে টাকা দেখতে পান। পরে ওই ব্যক্তি স্থানীয় অন্যদের সহায়তায় পুলিশে খবর দেন।

ওই এলাকার বাসিন্দা আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তি এগুলো জাল টাকা বলে দাবি করেছেন। তবে সেগুলো জাল কি না, পুলিশ সে বিষয়ে নিশ্চিত নয়।

ওসি শাহা আলম বলেন, “ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৬৬ বান্ডেল এক হাজার টাকার নোট উদ্ধার করেছে। আরও টাকা পাওয়া যেতে পারে। এখনও উদ্ধার অভিযান চলছে। টাকার গায়ে লাকি কুপন, সাথি সংঘ ও ভাগ্য পরিবর্তন স্টিকার লাগানো আছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।”