জামালপুরে হ্যালোর দুদিনের শিশু সাংবাদিকতা কর্মশালা

জামালপুরে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই দিনের শিশু সাংবাদিকতার কর্মশালা সমাপ্ত হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2021, 05:54 PM
Updated : 17 Nov 2021, 05:54 PM

মঙ্গলবার ও বুধবার জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র ছানোয়ার হোসেন ছানু হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিশুদের অধিকার, সাফল্য, সম্ভাবনা তুলে ধরার জন্য এ ধরনের আয়োজন শিশুদের উপযুক্ত নাগরিক ও সফল মানুষ হতে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে।

তিনি প্রশিক্ষিত শিশু সাংবাদিকদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানান এবং হ্যালোর সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে তিনি অন্যান্য অতিথিদের নিয়ে শিশু সাংবাদিকদের প্রত্যকের হাতে সনদপত্র তুলে দেন এবং তাদের সঙ্গে ‘ফটোসেশন’ করেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সৈয়দা মৌ জান্নাত, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সৈয়দা মৌ জান্নাত, বাংলার চিঠি ডটকমের সম্পাদক মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, এস এ টিভি ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি ফজলে এলাহী মাকাম।

কর্মশালায় শিশু আইন, শিশু অধিকার এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ সর্ম্পকে আলোচনা করা হয়।

কর্মশালায় মৌলিক সাংবাদিকতা, সংবাদ লিখন, সংবাদের ধারণা, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোন ব্যাবহার করে সংবাদ তৈরি, ভিডিও সংবাদ তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় জামালপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জন শিশু সাংবাদিক অংশগ্রহণ করেন। এসব শিশু সাংবাদিক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী।

সবশেষে হ্যালোর শিশু সাংবাদিকরা গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন।