সালথায় হতদরিদ্রের চাল বাজারে, মুদি দোকানি আটক

ফরিদপুরের সালথায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজির চাল বিক্রির অভিযোগে এক মুদি দোকানি আটক হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2021, 05:02 PM
Updated : 16 Nov 2021, 05:02 PM

সোমবার রাতে গৌড়দিয়া বাজারে এই অভিযান চালানো হয় বলে সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান জানান।

৩০ বস্তা চালসহ আটক পারভেজ মাতুব্বরকে (৪০) থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, গৌড়দিয়া বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ১০ টাকা কেজি দরের ৩০ বস্তা চালসহ এক মুদি দোকানদারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

“অভিযুক্ত ডিলার পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।”

এ ঘটনায় এসআই মো. রাশেদুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, “এক ডিলারের বিরুদ্ধে একটি মুদি দোকানে কয়েক বস্তা চাল বিক্রির অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতার বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আটক মুদি দোকানদার পারভেজের ছেলে সাব্বির মাতুব্বর বলেন, এক ডিলারের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩০ বস্তা চাল ক্রয় করে আমাদের গোডাউনে রেখে দেন তার বাবা। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল।

“সোমবার রাতে পুলিশ এসে গোডাউন খুলে সেই চালসহ বাবাকে আটক করে নিয়ে যায়। এসব চাল সরকারি ছিল কিনা তা আমার বাবা জানতেন না।”

এই বিষয়ে ওই ডিলারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।