সুনামগঞ্জে শিশুকে মারধর, মাদরাসার অধ্যক্ষকে অব্যাহতি

সুনামগঞ্জে শিশুকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর এক মাদরাসার অধ্যক্ষকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2021, 04:49 AM
Updated : 16 Nov 2021, 05:49 AM

অব্যাহতি পাওয়া মো. আব্দুল মুকিত জেলার ছাতক উপজেলার হাজি ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ। একই উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা তিনি।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম রসুল জানান, কয়েক মাস আগে অধ্যক্ষ নয় বছরের এক শিশুকে মারধর করেন। দুই মিনিট দুই সেকেন্ডের সেই ভিডিও সম্প্রতি নজরে আসার পর তাকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ।

“আগেও শিশুদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন এই অধ্যক্ষ। তখন তাকে কর্তৃপক্ষ মৌখিকভাবে সতর্ক করেছিল।”

তবে কী কারণে অধ্যক্ষ শিশুদের নির্যাতন করতেন তা বলতে পারেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

তিনি বলেন, ভিডিওটি ধারণ করেন মাদরাসারই এক শিক্ষক। তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে ভিডিও ধারণকারী শিক্ষককে অব্যাহতি দেওয়ার কারণ বলতে পারেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

মাদরাসাটি যুক্তরাজ্য প্রবাসীদের সহযোগিতায় পরিচালিত হয় বলে তিনি জানান।

শিশু নির্যাতনের বিষয়ে পুলিশ অবগত নয় বলে জানিয়েছেন ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান।

তিনি বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ।