মৌলভীবাজারে হয়ে গেল দুদিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ

‘শিশুদের কথা তুলে ধরবে শিশু’ – শ্লোগানে মৌলভীবাজারে শিশু সাংবাদিকতার দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2021, 01:28 PM
Updated : 15 Nov 2021, 02:27 PM

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ২১ জন ক্ষুদে সাংবাদিক অংশ নেন।

শনিবার শুরু হওয়া এই কর্মশালা রোববার বিকালে সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে শিশু সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালুকদার, আদিবাসী নেতা পরিমল সিং বারাইক প্রমুখ।

শ্রীমঙ্গলে শহরের সাদীমহলে কর্মশারার দ্বিতীয় দিন রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, আল হাসান রাকিব, আফসান নিঝুম  ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজারের সাংবাদিক বিকুল চক্রবর্তী।

কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীরা চারটি দলে বিভক্ত হয়ে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা ও আদিবাসী পল্লিতে ফিল্ড ভিজিট করেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া ক্ষুদে সাংবাদিকরা হলেন ভিক্টর রায়, রাজশ্রী চক্রবর্তী, প্রজ্জ্বল প্রিয়, জোনাকী আক্তার, ফারজানা আক্তার মিম, সুমিত পাল, পারমিতা চৌধুরী মৌ, হৈমন্তী তাঁতী,  চন্দন তাঁতী, ঋত্মিক শুদ্ধ সরব, সুকৃতি রায়, প্রমিতা দে, টিনা তাঁতী, রিমি দাশ, আরতি দাশ, তুষার সিং বারাইক, শাহ মোহাম্মদ হাসান আলী, তিথলী দে, মাহিমা জাহান সায়মা, সেলিসটিনা খারিয়া ও পুন্যশ্রী প্রিয়ানা।

শনিবার শ্রীমঙ্গল কৃষি অফিস মিলনায়তনে কর্মশালা উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

রিসোর্স পার্সন ছিলেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাল্টিমিডিয়া কোডিনেটর আল হাসান রাকিব ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।