খুলনায় বিজিএমসি’র অফিস ঘেরাও

রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল চালু ও ৫টি মিলের বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনায় বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজিএমসি’র) অফিস ঘেরাও করেছে পাটকল শ্রমিকেরা।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2021, 11:18 AM
Updated : 15 Nov 2021, 11:43 AM

খালিশপুর দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটির আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খুলনার বন্ধ পাটকলগুলোর কয়েক’শ শ্রমিক ও কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

যৌথ কারখানা কমিটির সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে সঞ্চালনা করেন দৌলতপুর কারখানা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

কর্মসূচিতে শ্রমিকরা দৌলতপুর-খালিশপুরের ৫টি জুটমিলের শ্রমিকসহ মজুরি স্কেল ২০১৫ অনুযায়ী সব বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ, বন্ধ ২৫টি পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালু, সরকার ঘোষিত বেতন স্কেল অনুযায়ী দেশের সব বেসরকারি পাটকল শ্রমিকদের বেতন স্কেল নির্ধারণ ও বাস্তবায়নের দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন খুলনা শাখার সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের খুলনা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম চন্দন, ছাত্র ফেডারেশন খুলনা জেলা শাখার আহবায়ক আল-আমিন শেখ এবং শ্রমিক নেতা আব্দুল হাকিম, মোশারফ হোসেন ও পুতুল বেগম ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখেন।