রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ হত্যায় গ্রেপ্তার ৫

রাজবাড়ী সদরের বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়া হত্যা মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2021, 09:08 AM
Updated : 15 Nov 2021, 09:08 AM

োমবার দুপুরে সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন  জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বানিবহ ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবির ছেলে মোর্শেদ (৩৫), একই গ্রামের আবুল হোসেনের ছেলে সীমান্ত (২৫), ঘিমোড়া গ্রামের হাসেম মোল্লার ছেলে মনির মোল্লা (৩৫), বার্থা গ্রামের আহন আলী মুন্সীর ছেলে ইসমাইল মুন্সী (৫৮) ও  বৃচাত্রা গ্রামের জুবায়েরের ছেলে জাকারিয়া (২৬)।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হামলাকারীরা গুলি চালিয়ে আব্দুল লতিফকে হত্যা করে।

আব্দুল লতিফ মিয়া (৫৭ রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

আগামী ২৩ ডিসেম্বরের ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

ওসি বলেন, শনিবার রাতে নিহত আওয়ামী লীগ নেতা লতিফ মিয়ার স্ত্রী আটজনসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলা দায়ের করে।

“মামলার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”

বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুরিশ কর্মকর্তা ”