রাজবাড়ীতে আ. লীগ নেতা লতিফ হত্যায় মামলা দায়ের

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া হত্যায় মামলা হয়েছে।

ফরিদপুর  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2021, 11:51 AM
Updated : 14 Nov 2021, 11:51 AM

ঘটনার দুই দিন পর শনিবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী শেফালী আক্তার।

মামলায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে শনিবার রাত ১২টা ২৫ মিনিটে মামলাটি দায়ের করেছেন।

“আব্দুল লতিফ মারা যাওয়ার আগে যাদের নাম বলে গেছেন তাদেরকে মামলায় আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের প্রকাশ করা যাচ্ছে না। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করা হবে। দ্রুতই এ হত্যার রহস্য উদ্ঘাটিত হবে।” 

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হামলাকারীরা গুলি চালিয়ে আব্দুল লতিফকে হত্যা করে।

আব্দুল লতিফ মিয়া রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

আগামী ২৩ ডিসেম্বরের ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।