চাঁদপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা, আহত ৮

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2021, 10:16 AM
Updated : 14 Nov 2021, 10:16 AM

ইউনিয়নের সাহেব বাজারে রোববার সকাল ১০টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারীর উপর এ হামলার ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ওসি শাহজাহান কামাল জানিয়েছেন।

আহত নুরুল ইসলাম পাটোয়ারীকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার জন্য নৌকার চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীকে দায়ী করেছেন নুরুল ইসলাম পাটোয়ারী।

ওসি বলেন, “রোববার সকালে নুরুল ইসলাম পাটোয়ারী তার প্রতীক আনারস মার্কার প্রচারণা করতে সাহেব বাজার এলাকায় গেলে হঠাৎ করে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়।

“এ সময় নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল ও কর্মী মুজাম্মেলসহ অন্তত আটজন আহত হয়।”

এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল বলেন, “আমরা সাহেব বাজারে ব্রিজের ঢালে রাস্তার পাশে নির্বাচনী প্রচারণা করছিলাম। হঠাৎ করে আজমল হোসেন চৌধুরীর লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করে। আমি ধাক্কা খেয়ে রাস্তার নিচে পড়ে যাই।

“এসময় তারা চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারীকে মেরে রক্তাক্ত করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী আজমল হোসেন বলেন, “শনিবার ওই এলাকায় আমার কর্মীরা নির্বাচনী প্রচারণা করছে। তারা আজকে এসে এলাকা নিয়ন্ত্রণে নেয়ার জন্য মহড়া দেয় এবং আমার লোকজনকে গালিগালাজ করে।

“এক পর্যায়ে তারা চড়াও হয় আমার কর্মীদের উপর। এতে আমার ২-৩ জন কর্মী-সমর্থক আহত হয়েছে। ”