বাইকের চাকায় ওড়না, পেছনে ট্রাক, ফেনীতে প্রাণ গেল দম্পতির

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্বামী-স্ত্রী দুজনেই পড়ে গিয়েছিলেন মহাসড়কে, পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাক কেড়ে নিয়েছে তাদের প্রাণ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2021, 03:35 AM
Updated : 14 Nov 2021, 12:10 PM

শনিবার সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান।

নিহতরা হলেন: ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের আবুল কাশেম সওদাগরের ছেলে নূর উদ্দিন (৩৫) এবং তার স্ত্রী আকলিমা আক্তার (২৮)।

পরিদর্শক মনিরুল বলেন, ওই দম্পতি মোটরসাইকেলে করে বারইয়ারহাটের আরশি নগর ফিউচার পার্কে বেড়াতে গিয়েছিলেন।

সেখানে থেকে ফেনী ফেরার পথে মহাসড়কের মুহুরীগঞ্জের ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে তারা দুর্ঘটনায় পড়েন।

“মোটরসাইকেলের চাকায় আকলিমার ওড়না পেঁচিয়ে যায়। তাতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।”

এতে ঘটনাস্থলেই আকলিমা ও তার স্বামী নূর উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পরিদর্শক মনিরুল জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।