চুয়াডাঙ্গায় স্কুলছাত্র হত্যা মামলার আসামি কারাগারে

চুয়াডাঙ্গা শহরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি ইমদাদুল হক আকাশের জামিন নামঞ্জুর করে  কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2021, 11:55 AM
Updated : 11 Nov 2021, 11:55 AM

বৃহস্পতিবার চুয়াডাঙ্গার আমলী আদালতের বিচারক মানিক দাস এ আদেশ দেন।

আসামি ইমদাদুল হক আকাশ (২৩) চুয়াডাঙ্গার শান্তি পাড়ার ইউসুফ আলীর ছেলে।

চুয়াডাঙ্গার আল হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমির এসএসসি পরীক্ষার্থী ১৬ বছরের মাহবুবুর রহমান তন্ময়কে গত ৭ নভেম্বর দুপুরে ১২টায় স্কুলের সামনে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে মোট ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাই মাসুদুর রহমান।

এ মামলায় গত ৮ নভেম্বর শহরের শান্তিপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে সুমন হোসেনকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. তালিম হোসেন জানান, মামলার পলাতক আসামি আকাশ বৃহস্পতিবার আদালতে আত্মসর্ম্পণ করে জামিনের আবেদন করে। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলার এহাজার নামীয় সাত আসামির মধ্যে পাঁচজন এখনও পলাতক অবস্থায় রয়েছে বলে  জানান তিনি।