কক্সবাজারে দুই প্রার্থীর সংঘর্ষে নিহত ১

কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত দশজন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2021, 08:42 AM
Updated : 11 Nov 2021, 09:54 AM

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে প্রিসাইডিং কর্মকর্তা নুরুল হুদা জানিয়েছেন।

নিহত আক্তারুজ্জামান পুতু (৩৫) খুরুশকূল ইউনিয়নের তেতৈয়া গুইল্ল্যাবাপের পাড়ার মমতাজ আহমদের ছেলে।

তবে এ ঘটনায় আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নুরুল হুদা বলেন, তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তারের জেরে সাধারণ সদস্য পদপ্রার্থী আনোয়ারা বেগম ও আবু বক্কর সিদ্দীকের কর্মী-সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে হামলা চালায় ও গুলি ছোঁড়ে।

“এতে তিন পুলিশ সদস্যসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা আক্তারুজ্জামান পুতুকে মৃত ঘোষণা করেন। "

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত এএসআই রিপন চৌধুরী বলেন, গুলিবিদ্ধসহ আহত অবস্থায় ৬ জনকে তিনি হাসপাতালে আনতে দেখেছেন।

“এদের মধ্যে একজনকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর তিন পুলিশ সদস্যসহ আহত বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।”

নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।