চাঁদপুরে নৌকাডুবিতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবির পাঁচ দিন পর নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2021, 04:55 PM
Updated : 9 Nov 2021, 04:55 PM

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় এই মরদেহ পাওয়া যায়। এই দুর্ঘটনায় এ নিয়ে দুই জনের প্রাণহানি হলো।

মৃত নাছিমা বেগম (৩৫) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার তারাবুনিয়ার সালেহ আহম্মেদ মাঝির স্ত্রী।

চাঁদপুর নৌ থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে নীলকমল পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পরবর্তীতে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।

নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হোসেন সরকার বলেন, মরদেহ সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ গলিত হওয়ার কারণে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি।

গত ৫ নভেম্বর দুপুরে মেঘনা মোহনায় শরীয়তপুরের ডামুড্যা থেকে ছেড়ে আসা এমভি লামিয়া নামক লঞ্চে ধাক্কা লেগে নৌকাডুবিতে নয় জন ডুবে যান। এর মধ্যে দুই জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রেজিয়া বেগম (৫৫) নামে নারী চাঁদপুর থেকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যান। নাছিমা বেগম নিখোঁজ ছিলেন।