নৌকার ভোট ‘ওপেন’ দিতে হবে: যুবলীগ নেতা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার নির্দেশ দিয়েছেন এক যুবলীগ নেতা।

লক্ষ্মীপুর প্রতিনিধবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2021, 05:43 PM
Updated : 8 Nov 2021, 05:57 PM

গত রোববার রাতে ওই ইউনিয়নের সদস্য পদপ্রার্থীদের নিয়ে ভাদুরের পৈতপুর গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বৈঠক করেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হাবিবুর রহমান পবন।

বৈঠকে পবনের দেওয়া বক্তব্যের একটি ভিডিও সোমবার এলাকায় ছড়িয়ে পড়ে।  

ভিডিওতে উপস্থিত ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী, নেতাকর্মী ও উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তাকে বলতে দেখা যায়, “সবার ভোট সবাই করবেন। কিন্তু মাইন্ড ইট, নৌকার ভোট ওপেন দিতে হবে। মেম্বারি যেই করেন গোপনে, আপনাকে কেউ ভোট দেক - এটাতে আমাদের অসুবিধা নেই। কেউ কাউকে ডিস্টার্ব করবেন না। কিন্তু নৌকাকে ওপেন রেখে ভোট করবেন। এর বাইরে কোনো কথা নয়।”

এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন জাবেদ হোসেন। আর দলের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূইয়া।

ভিডিওতে পবনকে বলতে শোনা যায়, নৌকার মাঝি জাবেদ হোসেনকে জননেত্রী পছন্দ করেছেন। আগামী ২৮ তারিখ নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা রির্টানিং কর্মকর্তা আবু তাহের গণমাধ্যমকে বলেন, “প্রতীক বরাদ্দ দেওয়ার আগে ভোট চেয়ে প্রচার প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। ভাদুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর প্রচার ও যুবলীগ নেতার বক্তব্যের বিষয়ে কেউ আমাকে আবগত করেনি।”

আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। আগামী ১২ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।