সহিংসতার মামলায় সোনাতলা পৌর মেয়র গ্রেপ্তার

নির্বাচন পরবর্তী একটি সহিংসতার মামলায় বগুড়ার সোনাতলা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2021, 02:16 PM
Updated : 8 Nov 2021, 02:16 PM

রোববার রাতে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) ও সোনাতলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিনহাদ্দুজামান লীটনসহ চার নেতাকর্মীকে ছুরিকাঘাতের মামলায় প্রধান আসামি।

মামলার বিবরণে ওসি জানান, ৩০ অক্টোবর  সোনাতলা পৌরসভা নির্বাচনে নান্নু মেয়র নির্বাচিত হন। নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ নভেম্বর মেয়র নান্নুর কর্মীদের হাতে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মী ছুরিকাহত হন।

এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড বাদী হয়ে ৩০ জনের নামে মামলা করেন।

ওসি জানান, মামলা দায়ের পর ওই রাতেই পুলিশ এজাহারভুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করে। কিন্তু মামলার প্রধান আসামি মেয়র নান্নু পালিয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন।

“পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে ডিবি ও সোনাতলা পুলিশ যৌথ অভিযানে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।”

মেয়র নান্নু নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের আগের দিন ১ নভেম্বর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।