দৌলত‌দিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

গত তিন দিনের শেষে যানবাহন চলাচল শুরু হওয়ার পর রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

ফরিদপুর প্রতি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2021, 12:02 PM
Updated : 8 Nov 2021, 12:02 PM

ফেরিতে ওঠার জন্য যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়ককে দৌলত‌দিয়ায় বাংলাদেশ হ‍্যাচারি পর্যন্ত চার কি‌লোমিটার এলাকায় যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে।

বাগেরহাট থেকে পণ্য নিয়ে আসা ট্রাকের চালক আবদুল্লাহ বলেন, “ভোর ৬টায় ঘাটে এসেছি। এখন সকাল ১০টা বাজে। এখনও ফেরিতে উঠতে পারি নাই। হয়তো ফেরিতে উঠতে আরও দুই ঘণ্টা অপেক্ষায় থাকতে হবে।”

কাশেম ব‍্যাপারী বলেন, “আবার ভোগান্তি শুরু হয়ে গেছে। পদ্মা পাড়ি দিতেই অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ফেরি কম থাকার কারণে এই যানজট।”

আরেক ট্রাক চালক আজগর মোল্লা বলেন, “ত্রিশটি ফেরি চললেও ভোগান্তি কমবে না। যে কয়টা ফেরি আছে ঠিকমত চললে এই যানজট থাকে না। ঘাট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সাধারণ মানুষের ভোগান্তি।”

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট ব‌্যবস্থাপক শিহাব উ‌দ্দিন জানান, এই রুটে ছোট-বড় মিলে ২০টি ফেরির মধ্যে ১৮টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে যে সব যানবাহন পারের অপেক্ষায় রয়েছে তা কয়েক ঘণ্টার মধ্যে স্বাভাবিকে চলে আসবে।