টেকনাফে ক্রিস্টাল মেথ-ইয়াবাসহ নারী গ্রেপ্তার  

কক্সবাজারের টেকনাফে মেথামফিটামিন মাদক ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’ ও ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2021, 11:53 AM
Updated : 8 Nov 2021, 11:53 AM

উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া থেকে রোববার মধ্যরাতে গুল ফরাজ (৩৫) নামের ওই নারীকে আটক করা হয় বলে টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান।

গুল ফরাজ (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মৃত আব্দুল মালেকের স্ত্রী।

ওসি বলেন, নতুন পল্লান পাড়ায় এক ব্যক্তির বাড়িতে মাদকের চালান মজুদের খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে সন্দেহজনক বাড়িটি পুলিশ ঘেরাও করলে দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে ওই বাড়ি থেকে গুল ফরাজকে আটক করা হয়।

“পরে তার দেওয়া তথ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। "

ওসি জানান, আটক নারীর স্বামী আব্দুল মালেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি ছিলেন। বিগত ২০১৯ সালের ১১ জুলাই রাতে পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধের ঘটনায় সে নিহত হয়। স্বামীর মৃত্যুর পর স্ত্রী গুল ফরাজও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান হাফিজুর।