ধর্মঘট মালিক সমিতি ডাকেনি: রাঙ্গা

জ্বালানি তেলের দাম বাড়ার পর শুরু হওয়া পরিবহন ধর্মঘট সম্পর্কে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাতীয় সংসদের বিরোধীদলীয় চিপ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেছেন, এই ধর্মঘট মালিক সমিতি ডাকেনি।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2021, 05:28 PM
Updated : 6 Nov 2021, 05:28 PM

শনিবার সন্ধ্যায় রংপুর শহরের মুন্সিপাড়ায় কেরামত আলী (রা.)-এর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের তিনি বলেন, “এই ধর্মঘট আমরা আহ্বান করি নাই। এটা সাধারণ মালিকরা করছেন।”

তিনি বলেন, “একতরফা ভাবে রাতারাতি ডিজেল-কেরোসিনের দাম বাড়িয়ে দেওয়ায় এই ধর্মঘট হচ্ছে। এখন আগের ভাড়ায় গাড়ি চালানো কোনোভাবে সম্ভব হবে না।”

তবে তিনি বলেন, ধর্মঘট যাতে না হয় সেজন্য তারা চেষ্টা করেছেন।

রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

সরকার বুধবার মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বৃহস্পতিবার বিকালে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন পরিবহন মালিক-শ্রমিকরা।