দিবা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনব্যাপী নানা আয়োজনে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নোয়াখালীর সাংস্কৃতিক সংগঠন দিবা সঙ্গীত নিকেতন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2021, 12:39 PM
Updated : 6 Nov 2021, 12:39 PM

এ উপলক্ষে শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সঙ্গীতানুষ্ঠান এবং সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ টোলিভিশন ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টু। এর আগে বিকালে শিশু কিশোরদের অংশগ্রহণে লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান এবং আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিবা সংঙ্গীত নিকেতনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফয়েজ উল্লা, চলচ্চিত্র নির্মাতা ওয়ালিদ আহদেদ ও কণ্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টুর স্ত্রী শাহনাজ জিয়া।

অনুষ্ঠানে জেলার শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, সাংবাদিকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও সংগঠকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করে রিজ পার্ক হোল্ডিংস লিমিটেড।

অনুষ্ঠানে দিবা সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে কণ্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টু ও তার স্ত্রী শাহনাজ জিয়াকে সম্মাননা স্মারক দেওয়া হয়।