দিনের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2021, 03:21 PM
Updated : 5 Nov 2021, 03:23 PM

এদিন শ্রীমঙ্গলে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে  শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক আনিসুল ইসলাম জানান।

আনিসুল ইসলাম বলেন, নভেম্বরের শুরু থেকেই শ্রীমঙ্গলে তাপমাত্রা নামছে। এখানে পহেলা নভেম্বর ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস; ২ নভেম্বর ছিল ১৫.৬ ডিগ্রি, ৩ নভেম্বর ছিল ১৬.৬ ডিগ্রি এবং বৃহস্পতিবার রেকর্ড করা হয় ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকালবেলা শ্রীমঙ্গলের আকাশ কুয়াশা ঢাকা ছিল। তবে সূর্যোদয়ের পর তা কমতে থাকে।  

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আরেক আবহাওয়া পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন, এ অবস্থা এখন চলতে থাকবে এবং শ্রীমঙ্গলের অতীত রেকর্ড পর্যালোচনায় আন্দাজ করা যায় তা আরও নিচে নামতে পারে।