চাঁদপুরে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নারী নিখোঁজ

চাঁদপুরে মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে এক নারী নিখোঁজ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2021, 12:08 PM
Updated : 5 Nov 2021, 12:08 PM

চাঁদপুর নৌ থানার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার জানান, শুক্রবার দুপুরে এই নারী নিখোঁজ হন।

নিখোঁজ নাসিমা বেগম (৩৫) শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়ায় গ্রামের সালেহ আহমেদের স্ত্রী।

ঘটনার পর নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা বেলায়েত বলেন, ট্রলারটি ডাকাতিয়া নদীতে নতুনবাজার-পুরানবাজার এলাকায় যাত্রী পরিবহন করত। শুক্রবার সকালে শরীয়তপুরের ঘোষেরহাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে যাত্রীবাহী লঞ্চ এমভি লামিয়া। লঞ্চটি দুপুরে ডাকাতিয়া-মেঘনা নদীর মিলনস্থল অতিক্রম করার সময় ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের ১০-১২ জন যাত্রীর মধ্যে নাসিমা নিখোঁজ হন। অন্যরা সাঁতরে তীরে ওঠেন।

নিখোঁজ নাসিমাকে উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

পুলিশ লঞ্চটি মোহনপুর এলাকায় মেঘনা নদী থেকে আটক করেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লঞ্চের ধাক্কায় ট্রলারের তিন-চারজন যাত্রী আহত হওয়ায় তাদের চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম।