বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, চরকাদিরা আওয়ামী লীগ নেতাকে বহিস্কার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2021, 04:54 AM
Updated : 5 Nov 2021, 04:54 AM

বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার ও সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বহিষ্কার হওয়া ডালিম কুমার দাস শ্রীপদ চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

নুরুল আমিন জানান, চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। কিন্তু ডালিম কুমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও বিদ্রোহী প্রার্থী আশ্রাফ উদ্দিন রাজন রাজুর (মোটরসাইকেল প্রতীক) পক্ষে নির্বাচনী প্রচারণা কাজ করছিলেন।

বিষয়টি তদন্ত করে প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ডালিম কুমারকে সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে ডালিম কুমারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।