টেম্পুর ধাক্কার পর ট্রাকের চাকায় পিষ্ট মা-ছেলে

প্রথমে একটি টেম্পু ধাক্কা দিল, মোটরবাইক থেকে সড়কে ছিটকে পড়লেন মা আর শিশু ছেলেটি, তখনই একটি ট্রাক এসে তাদের চাপা দিল।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2021, 07:15 PM
Updated : 4 Nov 2021, 07:15 PM

মোটর সাইকেলের চালক মিজানুর রহমানের চোখের সামনে ঘটল স্ত্রী মারুফা বেগম (৩০) ও ছেলে মাহিনের এমন মৃত্যু।      

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরে রাজমতি সুপার মার্কেটের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার মাগুড়া কেশবপুর গ্রামে বাসিন্দা এই পরিবারটি।

গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মধ্য দিয়েই মহাসড়ক গেছে। মিজান মোটর সাইকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে মহাসড়কের এক দিক থেকে অন্য দিকে মায়ামনি হোটেলের দিকে যাচ্ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, ওই সময় একটি টেম্পু ইউটার্ন নেওয়ার সময় এই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মিজানের স্ত্রী ও ছেলে ছিটকে সড়কে পড়ে যায়।

“ঠিক তখনই রংপুর থেকে আসা গরুবোঝাই ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যায়।”

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং ট্রাকটি ভাংচুর করে। এতে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে পুলিশ গিয়ে জনতাকে সরিয়ে দেয়।

পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ বলেন, ট্রাকটি আটক গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় আনা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে।