দ্বিতীয় দফা টোল বাড়ল বঙ্গবন্ধু সেতুতে

বঙ্গবন্ধু সেতুতে দ্বিতীয় দফায় টোল বাড়ানোর প্রজ্ঞাপন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2021, 01:08 PM
Updated : 4 Nov 2021, 01:08 PM

মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মঙ্গলবার এই ঘোষণা আসে।

১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর ২০১১ সালে প্রথমবারের মত টোল বাড়ায় সরকার।

সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, প্রজ্ঞাপন জারি করা হলেও আগের রেটেই টোল আদায় করা হচ্ছে। তবে সেতু কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারির দিন থেকে চালকদের টোল বৃদ্ধির প্রজ্ঞাপনের কথা জানিয়ে দিচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন টোল ধরা হয়েছে মটরসাইকেল ৫০ টাকা, কার/জিপ ৫৫০, মাইক্রো/পিকআপ ৬০০ টাকা, ৩১ আসন বা তার কম আসনের বাস ৭৫০, বড় বাস ১০০০, ট্রাক ও ট্রেইলারের আয়তন ভেদে ১০০০ থেকে ৪০০০ টাকা।

এর আগে ২০১১ সালে টোল বাড়ানো হয়। তখন মটরসাইকেল ৪০ টাকা, কার-জিপ ৫০০, ছোট বাস ৬৫০, বড় বাস ৯০০, ছোট ট্রাক ৮৫০, মাঝারি ট্রাক ১১০০, বড় ট্রাক আকার ভেদে ১২৫০থেকে ১৪০০ টাকা করা হয়।