নড়াইলে হত্যার দায়ে ছেলের ফাঁসি, মায়ের যাবজ্জীবন

নড়াইলে সাত বছর আগের একটি হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড এবং তার মাসহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2021, 11:48 AM
Updated : 3 Nov 2021, 11:48 AM

বুধবার নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিম সরদার (২৮) নড়াইল পৌরসভার ভওয়াখালীর সুলেমান সরদারের ছেলে।

যাবজ্জীবন দণ্ডিত দুজন হলেন সেলিমের মা মোছা. মোমেনা বেগম (৫৫) এবং একই এলাকার কবির খানের ছেলে সাজ্জাদ খান (২৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এমদাদুল ইসলাম ইমদাদ মামলার বরাতে জানান, আসামি সেলিম সরদারকে টাকা ছিনতাই করতে দেখে স্থানীয়দের জানিয়ে দিয়েছিলেন একই এলাকার মোছা. হালিমা বেগম। এ ঘটনার জেরে আসামিরা ২০১৪ সালের ১৭ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালিমা বেগমকে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে কোদাল দিয়ে পিটিয়ে আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী মো. সকুর আলী সরদার বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন।

রায় ঘোষণার সময় মোছা. মোমেনা বেগম আদালতে উপস্থিত ছিলেন; অন্য দুই আসামি পলাতক।