রংপুরে মৃত্যু ও থানায় ভাংচুরে ৩ মামলা
রংপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2021 10:30 PM BdST Updated: 02 Nov 2021 10:30 PM BdST
রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভায় পুলিশের হাতে আটকের পর এক ব্যক্তির মৃত্যু এবং থানা ঘেরাও-ভাংচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে।
এর মধ্যে নিহত তাজুল ইসলামের ভাই একটি অপমৃত্যুর মামলা করেছেন সোমবার গভীর রাতে এবং পুলিশ দুটি মামলা করেছে মঙ্গলবার।
নিহত তাজুল ইসলাম (৫৫) হারাগাছ পৌর এলাকার দালাল হাট নয়াটারী গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
সোমবার সন্ধ্যায় হারাগাছের নতুনবাজার বছিবানিয়ার তেপতি থেকে তাজুল ইসলামকে আটক করে পুলিশ। এরপর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা থানা ঘেরাও ও ভাংচুর চালায়। এই সময় হারাগাছ থানা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে এবং থানার চেয়ার-টেবিল, গাড়ির গ্যারেজ, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ভাঙচুর করে।
এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টা পর বিক্ষোভকারীরা পিছু হটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত তাজুল ইসলামের ছোট ভাই মর্তুজার রহমান আবু বাদী হয়ে সোমবার গভীর রাতে হারাগাছ থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন। অন্যদিকে মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে দুইটি মামলা করা হয়েছে।
“এর মধ্যে একটি মাদকদ্রব্য উদ্ধারের; আরেকটি থানা ঘেরাও ভাংচুরসহ সরকরি কাজে বাধা প্রদানের অভিযোগ।”
তবে এখন পর্যন্ত কাউকে গ্রপ্তার করা যায়নি বলে তিনি জানান।
ঘটনার রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
রংপুরে পুলিশের পিটুনিতে মৃত্যুর খবরে থানায় হামলা
হারাগাছে কী হয়েছিল, খোঁজ নিতে বলল হাই কোর্ট
আবু মারুফ আরও বলেন, “তাজুল ইসলামের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। তার নামে ওয়ারেন্ট ছিল। কয়েক মাস আগে তাকে মাদকসহ আটক করা হয়েছিল। তিনি মাদক কারবারি ও মাদকসেবী ছিলেন।”
ঘটনার দিন তার কাছ থেকে তিন পোটলা হেরোইন উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
তবে পুলিশের নির্যাতনে তাজুলের মৃত্যু হয়নি বলে তিনি জানান।
মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, হারাগাছ থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার রাতে থানা চত্বর ঘেরাও করে বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটপাটকেল থানা এলাকায় জড়ো করে রাখা হয়েছে। থানার ভেতরে শিশু ও সেবাকেন্দ্রের কক্ষটি বিধ্বস্ত অবস্থায় আছে। চেয়ার-টেবিল, থানার গাড়ির গ্যারেজ ভাঙচুর করা হয়েছে। সেখানকার পাঁচটি মোটরসাইকেল ও দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে।
হারাগাছ থানা এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক রয়েছে। দোকানপাট খোলা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুনবাজার বছিবানিয়ার তেপতি থেকে তাজুল ইসলামকে ‘মাদকসহ’ আটক করে পুলিশ। এ সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তাজুল ইসলাম।
এই ঘটনা জানাজানি হলে প্রথমে রংপুর-হারাগাছ সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। পরে তারা হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা রংপুর-হারাগাছ সড়কের হকবাজার এলাকায় অবস্থা নেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও দুদিক থেকে ইটপাকটেল ছুড়তে থাকে।
বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। থানায় ভাংচুর করে। পুলিশ লাঠিপেটা করে এবং টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টা পর বিক্ষোভকারীরা পিছু হটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মহানগরের হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তেজিত জনতার ছোড়া ইট-পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষোভকারীরা থানা চত্বরে রাখা পাঁচটি মোটরসাইকেল ও দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করেছে।
তিনি বলেন, “সোমবার সন্ধ্যায় মাদকবিরোধী অভিযানের সময় নতুন বাজার বছিবানিয়ার তেপতি থেকে মাদকসহ আটক করে তাজুল ইসলামকে হাতকড়া পরানো হয়। এতে ভয়ে সে মলত্যাগ করে ফেলে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পুলিশ হাতকড়া খুলে দেয়। এরপর পুলিশ তাজুলকে স্থানীয়দের জিম্মায় দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষণ পর খবর আসে যে তাজুল মারা গেছে।”
-
সড়কে ঝরল ১০ প্রাণ: তদন্তে বরিশাল জেলা প্রশাসনের কমিটি
-
সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের
-
ফেনীতে ৬ মাসে শিক্ষার্থীসহ ৩৮ জনের আত্মহনন
-
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি
-
কক্সবাজারে বিয়েবাড়িতে ‘খাবার খেয়ে’ ৪০ জন অসুস্থ
-
শিয়াল মারার ফাঁদে প্রাণ হারাল শিশু
-
মানিকগঞ্জে পদ্মায় জেলে নিখোঁজ: দুর্ঘটনাকারী নৌযানের চালক গ্রেপ্তার
-
ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০