রংপুরে পুলিশের পিটুনিতে মৃত্যুর খবরে থানায় হামলা

রংপুর নগরীতে `পুলিশের পিটুনিতে’ এক ব্যক্তির মৃত্যুর খবরে এলাকাবাসী হারাগাছ থানায় হামলা করেছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2021, 03:13 PM
Updated : 1 Nov 2021, 06:20 PM

সোমবার সন্ধ্যার পর হারাগাছ থানায় এই হামলা চালানোর পর পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ শুরু হয়। রাত ১০টার দিকে পুলিশ লাঠিপেটা করে ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত তাজুল ইসলাম কাউনিয়া উপজেলার হারাগাছ বানিয়াপাড়ার মৃত শওকত আলীর ছেলে।

সংঘর্ষের মধ্যে রাত সাড়ে ৯টার দিকে হারাগাছ থানায় আসেন মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ।

থানার সামনে তিনি সাংবাদিকদের বলেন, এখন পরিস্থিতি ভালো না। এই বিষয়ে পরে কথা বলবেন।

তিনি আর কোনো কথা না বলে ভেতরে চলে যান।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি আফতাবুজ্জামান হিরু জানান, কয়েকশ লোক থানা ঘেরাও করে ভাংচুর চালিয়েছে। থানার ভেতর থেকে পুলিশ লাঠিপেটা করে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের বরাত দিয়ে আফতাবুজ্জামান হিরু বলেন, সন্ধ্যার আগে নগরীর হারাগাছের বানিয়াপাড়ায় মৃত শওকত আলীর বাড়ি থেকে তার ‘মাদকসেবী’ ছেলে তাজুল ইসলামকে আটক করে পুলিশ। এক পর্যায়ে তাজুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন উত্তেজিত হয়ে ওঠে। তখন পুলিশ থানায় ফিরে আসে।

হিরু আরও জানান, মৃত্যুর খবরে এলাকার কয়েকশ লোক থানায় হামলা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ৩/৪ ঘণ্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পুলিশ উত্তেজিত জনতাকে থামাতে এক পর্যায়ে লাঠিপেটা করে ও টিয়ার শেল ছোড়ে। রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত ফোর্সও থানায় আনা হয়।

পরে রাত ১০টার দিকে এলাকার লোকজন থানা এলাকা ছেড়ে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।