মৌলভীবাজারে বড়শিতে ধরা পড়ল কালো বক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বড়শিতে একটি বিরল প্রজাতির কালো বক ধরা পড়েছে।

বিকুল চক্রবর্তী মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2021, 10:35 AM
Updated : 1 Nov 2021, 10:36 AM

সোমবার সকালে উপজেলার হাইল হাওরে এক মাছ শিকারির বড়শিতে এটি ধরা পড়ে বলে জানান শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র।

উপজেলার বেসরকারি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বেলা ১১টার দিকে খবর পেয়ে তিনি হাইল হাওরে গিয়ে পাখিটি উদ্ধার করেন।

“বড়শির টোপ ছিল একটি মাছ। ওই মাছ খেতে গিয়ে কালো বকটি আটকা পড়ে। ছোটাছুটি করতে গিয়ে তার ঠোঁটের কিছু অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে। চিকিৎসার জন্য পাখিটিকে আমি আমাদের সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি। প্রথমে আমি বকটি চিনতে পারিনি। পরে বই দেখে এবং পাখি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নিশ্চিত হই এটি কালো বক।”
ওই ফাইন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, এক সময় হাওর যখন উন্মুক্ত ছিল তখন, পরিসর বিস্তৃত ছিল, তখন মাঝেমধ্যে এই বক দেখা যেত।

“এখন আর সচরাচর চোখে পড়ে না। পাখিটির বাংলা নাম কালিবক। ইংরেজিতে বলে ব্ল্যা বিটার্ন। এর বৈজ্ঞানিক নাম lxobrychus flavicollis, যাকে স্থানীয়রা বলে কালো বগলা।”

বকটি এ অঞ্চলেরই পাখি বলে জানান বন কর্মকর্তা শ্যামল কুমার মিত্র। বকটি একটু সুস্থ হলে অবমুক্ত করা হবে বলেও তিনি জানান।