২৩ কেজির বাঘাইড় মিলল কুড়িগ্রামে

কুড়িগ্রাম সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদে ২৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2021, 05:45 AM
Updated : 1 Nov 2021, 05:58 AM

রোববার সকালে যাত্রাপুর এলাকায় মাইদুল ইসলাম নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি।

ওই এলাকার বাসিন্দা মাইদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যদিনের মতই জাল ফেলেছিলাম। কিন্তু এই দিন জাল টানতে কিছুটা সমস্যা হয়। পরে দেখি বড়সড় একটা বাঘাইড় মাছ আটকা পড়েছে। যাত্রাপুর হাটে নিয়ে গেলে উন্মুক্ত ডাকের মাধ্যমে ব্যবসায়ী সুমন মিয়া ১৮ হাজার ৪০০ টাকায় কিনে নেন।”

মাইদুল বলেন, “বর্তমানে প্রায়ই ব্রহ্মপুত্র নদে বড় বড় মাছ ধরা পড়ে। এতে আমাদের মত গরিব জেলেদের আর্থিক উপকার হচ্ছে।”

মাছ ব্যবসায়ী সুমন জানান, মাছটি কিনে তিনি কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে নিয়ে যান। সেখানে কেটে খুচরা প্রতি কেজি এক হাজার ১০০ টাকা হিসেবে ২৫ হাজার ৩০০ টাকায় বিক্রি করেন।

সুমন বলেন, বাজারে এ মাছের চাহিদা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বড় মাছ কিনে কেটে খুচরা বিক্রি করেন তিনি। এতে ভাল লাভ থাকে তার।

মৎস্য বিভাগ বড় মাছ রক্ষা ও বংশ বিস্তারে কাজ করছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়।

তিনি বলেন, “বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ী উভয়ই লাভবান হচ্ছেন। আমরা এ এলাকায় এ ধরনের মাছ রক্ষা ও বংশ বিস্তাররে কাজ করছি।”