জয়পুরহাটে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মোটর সাইকেল ও দোকানপাট ভাঙচুর

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক প্রার্থীর সমর্থকদের দোকানপাট ও সাতটি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2021, 04:10 AM
Updated : 1 Nov 2021, 04:10 AM

রোববার রাতে মাহমুদপুর ইউনিয়নের মোহব্বতপুর গ্রামের সাখিদার পাড়া এলাকায় এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মণ্ডল জানান।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদে ভোট হবে আগামী ১১ নভেম্বর।

এর মধ্যে মাহমুদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান শামীমই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

এদিকে দলের টিকেট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ মণ্ডল বকুল। আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

বকুল বলেন, রোববার রাতে নির্বচনী প্রচার চালিয়ে বাড়ি ফেরার সময় সাখিদার পাড়া এলাকায় নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা তাদের উপর ‘হামলা’ করে।

“লোহার রড ও ভারী হাতুড়ি দিয়ে তারা আমার কর্মীদের সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে, একটি পুকুরে ফেলে দেয়। পাশের আমিরহাট (ফকিন্নীহাট) বাজারে আমার সমর্থকদের চারটি দোকানেও তারা ভাঙচুর চালায়।”

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মশিউর রহমান শামিম বলেন, “আমার কর্মীদের আটকে রেখে এ ঘটনা বিদ্রোহী প্রার্থীর কর্মীরাই ঘটিয়েছে।”