কক্সবাজারে সেপটিক ট্যাংকে ২ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2021, 05:13 PM
Updated : 31 Oct 2021, 05:13 PM

তারা হলেন উপজেলার বালুখালী ৮-ইস্ট শিবিরের বি-২৩ ব্লকের নাজির হোসেনর ছেলে মোহাম্মদ সাদ্দাম (২৫) ও বালুখালী ১০ নম্বর শিবিরের এইচ-২২ ব্লকের নূরুল আমিন (২৭)।

রোববার বিকালে ৮-ইস্ট শিবিরের বি-২৩ ব্লকে তারা মারা যান বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান।

তিনি স্থানীয়দের বরাতে বলেন, সকাল থেকে ৮-ইস্ট শিবিরের বি-২৩ ব্লকে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন কয়েকজন। তাদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা শ্রমিক ছিলেন। বিকালে কাজের একপর্যায়ে তিনজন ট্যাংকের ভেতরে পড়ে যান। পরে অন্য শ্রমিক ও স্থানীয়রা দুইজনকে মৃত অবস্থায় এবং একজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে।

অসুস্থ শ্রমিককে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শিহাব কায়সার।