গাইবান্ধায় ঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে এক গৃহবধূ মারা গেছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2021, 01:02 PM
Updated : 31 Oct 2021, 01:02 PM

নিহত নূরজাহান বেগম (৩৫) উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধন্দিয়া গ্রামের ইউনুস আলীর (৪৮) স্ত্রী।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী জানান, রোববার ভোরের দিকে তাদের ঘরে আগুন লেগে ছড়িয়ে পড়ে। এতে ঘরে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রী দগ্ধ হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিৎিসাধীন অবস্থায় দুপুরে নূরজাহান মারা যান।

দগ্ধ ইউনুস আলীকে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে বলে তিনি জানালেও ফায়ার সার্ভিস আগুনের কারণ বলতে পারেনি।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আরিফ হোসেন বলেন, আগুনে ওই পরিবারের ঘর ছাড়াও দুটি গরু, হাঁস-মুরগি ও আসবাবপত্র পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের কারণ এখনও জানা যায়নি।

বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ হাজার টাকা দিয়েছেন।