রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় গ্রেপ্তার আরও ২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে আরও দুই জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2021, 06:32 PM
Updated : 30 Oct 2021, 06:32 PM

শনিবার বিকালে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান চালানো হয় বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।

গ্রেপ্তাররা হলেন উখিয়ার ১-ওয়েস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের ছাব্বির আহম্মেদের ছেলে আবুল কালাম ওরফে আবু (৩৪) এবং একই ক্যাম্পের ডি-৪ ব্লকের সৈয়দ আনোয়ারের ছেলে মো. নাজিম উদ্দিন (৩৫)।

এর আগে আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন অভিযানে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার হয়েছিল।

পুলিশ সুপার নাইমুল বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তার এবং শরণার্থী ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএনসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে।

“শনিবার বিকালে ১-ওয়েস্ট লম্বাশিয়া ক্যাম্পের ডি-১১ ব্লকের কোবা মসজিদের সামনের কতিপয় অস্ত্রধারী দুর্বৃত্ত অবস্থান করছে খবরে এপিবিএন অভিযান চালায়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন পালিয়ে গেলেও দুইজনকে গ্রেপ্তার করা হয়।”

তিনি বলেন, পরে জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র থাকার কথা জানান। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ক্যাম্পের একটি বাড়িতে লুকিয়ে রাখা অবস্থায় দেশে তৈরি একটি বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়।

“জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার বিষয়ে সন্দেহজনক তথ্য দিয়েছে।"

এপিবিএন-এর এই কর্মকর্তা আরও বলেন, এর আগে মুহিবুল্লাহকে হত্যা ঘটনায় সরাসরি অংশগ্রহণকারী আজিজুল হকসহ নয় জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে আট জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। এছাড়া গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ ইলিয়াছ ও আজিজুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার দুইজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার নাইমুল হক।