পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা, কাউন্সিলর আটক

পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থী ও তার কয়েকজন সমর্থক হামলায় আহত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2021, 06:33 PM
Updated : 29 Oct 2021, 06:33 PM

এই ঘটনার পর চ্যোরম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর ভাই সদর পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরকে পুলিশ আটক করেছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের লোহালিয়া খেয়াঘাট এলাকায় হামলার ঘটনা ঘটে।   

আহত মো. জুয়েল মৃধা আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

আহতদের মধ্যে জুয়েল মৃধাসহ পাঁচ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে নৌকা প্রতীকের প্রার্থীর ছোট ভাই লাবু তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

বর্তমানে নির্বাচনী এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান ওসি।

ওসি আরও জানান, হামলার পর পটুয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নৌকা প্রতীক প্রার্থীর ছোট ভাই রেজাউল হাসান লাবুকে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি জুয়েল মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনী প্রচার শেষে কর্মী-সমর্থকদের নিয়ে পটুয়াখালী যাওয়ার সময় লোহালিয়া খেয়াঘাট এলাকায় ২৫/৩০ জন লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

এতে তিনিসহ তার বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানান জুয়েল।

কাউন্সিলর লাবুকে আটকের খবরে তার সমর্থকরা থানার সামনে বিক্ষোভ করেছে।