পালানোর চেষ্টা, ভাসানচরের ২৫ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচরের ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় ২৫ রোহিঙ্গা আটক হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2021, 02:40 PM
Updated : 28 Oct 2021, 02:40 PM

বৃহস্পতিবার সকালে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, বুধবার রাতে ২৫ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।

“পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে দালাল ও নৌকার মাঝি তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়।”

তিনি জানান, আটকদের মধ্যে ১০টি শিশুও রয়েছে। বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড এসে তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে নিয়ে গেছে।

খবর পেয়ে উপজেলা নির্বহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা ও চরব্বর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।